দিনাজপুরের ঘোড়াঘাটে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ওসমানপুর শাখার নতুন অফিস উদ্বোধন ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে উপজেলার ওসমানপুর বাজারের মিতু এন্টারপ্রাইজ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে নতুন অফিস ভবনের উদ্বোধন ও গ্রাহক সমাবেশ অনু্ষ্িঠত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি কমিশনার ভুমি আব্দুল আল মামুন কাওছার শেখের । শাহ্ মো.আব্দুর রেজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো.রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থতি ছিলেন রিজিওনাল হেড এজেন্ট ব্যাংকিং দিনাজপুর রিজওন মো.নাদিয়াল মঈন চৌধুরী, সিনিয়র এরিয়া ম্যানেজার জগদীশ চন্দ্র রায়, উপজেলা সমাজসেবা কর্মকতা আব্দুল আওয়াল,উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার,সহকারি শিক্ষা অফিসার আব্দুল ওয়াকিল প্রমুখ। উক্ত অনুষ্ঠানে ডাচ্ বাংলা ব্যাংকের গ্রাহক, ১৩ উপজেলার মাস্টার এজেন্টসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com