আমি কন্যা শিশু ‘স্বপ্ন গড়ি, সাহস লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ -এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সিরাজগঞ্জের কাজিপুরে ‘জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫’ উদযাপিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকাল এগারোটায় দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া এর সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা।
ইউএনও নাঈমা জাহান সুমাইয়া বলেন, একটা সময় ছিলো যখন কন্যা শিশুর চেয়ে পুত্র শিশু বেশি চাইত পিতা-মাতারা। কন্যার শিশু জন্মগ্রহণে খুশি হতো না পিতা মাতারা। কন্যা শিশুর চেয়ে পুত্র সন্তানকে পরিবারে গুরুত্ব দেয়া হতো বেশি। তবে সময় বদলেছে, তার সাথে পরিবর্তন হয়েছে পিতা-মাতার চিন্তা ধারা। নানা রকম বাধা-বিঘ্ন পেরিয়ে কন্যা শিশুরা এখন পুত্র সন্তানের মতো সমানতালে পরিবারে, সমাজে ও রাষ্ট্রে অবদান রেখে চলেছে। কন্যা সন্তানও বৃদ্ধ পিতা-মাতার অসহায় জীবনে সহায় হয়ে দেখা দিচ্ছে। ক্ষেত্রবিশেষে পুত্র সন্তানের চেয়ে বাবা-মার প্রতি বেশি গুরুদায়িত্ব পালন করছে কন্যারা।
জাতীয় কন্যা শিশু দিবসে আলোচনা সভায় বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, সমবায় কর্মকর্তা খালেকুজ্জামান খান, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ। এসময়ে সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দসহ বিভিন্ন সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, কন্যা শিশু ও অভিভাবকরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com