গাজায় জিম্মিদের মুক্তির জন্য ইসরাইল ও হামাসের মধ্যে স্বাক্ষরিত চুক্তিকে বৃহস্পতিবার ইসরাইলি সেনাবাহিনী স্বাগত জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
আইডিএফ সামাজিক এক্স আরবিতে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা জিম্মিদের গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে।
আইডিএফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানিয়েছে, ‘অপহৃতদের ফিরিয়ে দেওয়ার জন্য আসন্ন অভিযানে সংবেদনশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন চিফ অফ স্টাফ।’
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com