বৃহস্পতিবার ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় একটি শহরের কাছে ৪.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সেখানে লাখ লাখ লোক বাস করে।
রাজ্যের ভূকম্পবিদরা প্রাকৃতিক এই দুর্যোগটিতে ক্ষতির আশঙ্কা করছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে সংঘটিত অগভীর ভূমিকম্পের পর ৩ লাখ ৬৬ হাজার জন অধ্যুষিত শহরের কর্মচারীরা অফিস ভবন থেকে বেরিয়ে আসেন।
স্থানীয় বাসিন্দারা টেলিফোনে এএফপিকে জানিয়েছেন, মধ্য ফিলিপাইনে এক ভূমিকম্পে ৭০ জনেরও বেশি লোকের মৃত্যুর ১০ দিন পর এ ভূমিকম্পটি ঘটে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com