শহিদুল আলমকে আটকের দৃশ্য দাবিতে ভাইরাল হওয়া ছবিটি এআই দিয়ে তৈরি বলে শনাক্ত করেছে রিউমার স্ক্যানার।
দেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত সংস্থাটির অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।
রিউমার স্ক্যানার জানায়, শহিদুল আলমকে আটকের দৃশ্য দাবিতে ভাইরাল হওয়া ছবিটি এআই দ্বারা তৈরি। ছবিটিতে থাকা একাধিক অসংগতি যাচাই করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এরমধ্যে প্রথম অসংগতি হলো, ছবির চারজন সৈন্যের চেহারা, শারীরিক গঠন ও উচ্চতায় অস্বাভাবিক মিল থাকা।
আরেকটি গুরুত্বপূর্ণ অসংগতি হলো, শহিদুল আলমের আগে আপলোড করা ছবিতে তার পোশাকে থাকা আবু সাঈদের ছবির অবস্থান এআই দিয়ে তৈরি ছবিটিতে পুরোপুরি উল্টে গেছে। সৈন্যদের অস্ত্র ধরার অবস্থান অনুযায়ী ছবিটি মিরর হওয়াও সম্ভব নয়।
রিউমার স্ক্যানারের অনুসন্ধানে আরও জানা যায়, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, পাশাপাশি দেশেও নানা ফেসবুক অ্যাকাউন্ট থেকে অন্তর্বর্তী সরকার, খাগড়াছড়ির সাম্প্রতিক ইস্যু, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনের বিরুদ্ধে গুজব ও ভুয়া তথ্য প্রচারের হার বেড়েছে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য ইতোমধ্যেই শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com