ইসরায়েলি বাহিনী গাজা অভিমুখী আরও বেশ কয়েকটি নৌযানকে আটকে দেওয়ার পর, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার একে ‘জলদস্যুতার’ ঘটনা বলে এর নিন্দা জানিয়েছে।
দেশটি এই ঘটনার তীব্র সমালোচনা করে বলেছে, এতে বেশ কয়েকজন তুর্কি আইনপ্রণেতাও রয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
তুরস্ক এক বিবৃতিতে জানিয়েছে, ‘ফ্রিডম ফ্লোটিলার বিরুদ্ধে আন্তর্জাতিক জলসীমায় হস্তক্ষেপ জলদস্যুতা।’
দেশটি এই ঘটনাকে ‘তুর্কি নাগরিক ও সংসদ সদস্যসহ কর্মীদের ওপর আক্রমণ’ হিসেবে অভিহিত করেছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com