বর্তমানে গ্ল্যামার দুনিয়ার তারকাদের ডিপফেক-এর শিকার হওয়া প্রায় জলভাতের মতোই হয়ে দাঁড়িয়েছে! তাঁদের ছবি-ভিডিও নিয়ে যত্রতত্র যৌনতা সংক্রান্ত বিষয়ে ব্যবহার করা হচ্ছে। যার ফলে ভাবমূর্তি নষ্ট হয় তারকাদের। অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চনও সেই তালিকার ব্যতিক্রম নন। ভবিষ্যতে যাতে এমন অনভিপ্রেত অভিজ্ঞতার মুখোমুখি না হতে হয়, সেই কারণেই সম্প্রতি দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক-ঐশ্বর্য। সংশ্লিষ্ট মামলায় জিতে এবার গুগলের কাছ থেকে ৪ কোটি টাকা দাবি করলেন জুনিয়র বচ্চন দম্পতি।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর যুগে তারকাদের মুখ-চেহারা থেকে কণ্ঠস্বর বিকৃত করে নানারকম কন্টেন্ট তৈরি করা বর্তমানে জলভাত হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ, অভিষেক-ঐশ্বর্যর ছবি ব্যবহার করে তৈরি করা হয়েছে কফি মগ, টি-শার্টের মতো নানা সামগ্রী। একই সঙ্গে এইআই দিয়ে তৈরি করা নায়িকার নানা বিকৃত অন্তরঙ্গ ছবি নেটপাড়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। আদালতে জমা দেওয়া ১৫০০ পাতার অভিযোগপত্রে বিভিন্ন অনামী-বেনামি ওয়েবসাইট, ইউটিউবের লিঙ্ক দেওয়া হয়েছে। যেগুলিতে বচ্চন দম্পতির মুখ স্পষ্ট! কী এমন রয়েছে ওই কন্টেন্টগুলিতে? বলিউড মাধ্যম সূত্রে খবর, আদালতের কাছে জমা দেওয়া অভিযোগনামায় যে লিঙ্কগুলি রয়েছে, সেখানে কখনও কৃত্তিম বুদ্ধিমত্তা প্রয়োগে সলমন-ঐশ্বর্যকে একসঙ্গে নৈশভোজ করতে দেখা গিয়েছে তো কখনও বা আবার পরস্ত্রীর গালে চুমু বসাতে দেখা গিয়েছে অভিষেক বচ্চনকে! ভিউ বাড়ানোর লক্ষ্যে আর যাতে কেউ এআই-এর সাহায্যে এহেন নানা কুরুচিকর কন্টেন্ট তৈরি করতে না পারেন, সেই মর্মেই অভিষেক-ঐশ্বর্যর পক্ষে রায় দিয়েছে দিল্লি হাই কোর্ট।
ইতিমধ্যেই ৫১৮টি ওয়েবসাইটের লিঙ্ক সরানোর নির্দেশ দিয়েছে আদালত। আদালতের তরফে সম্প্রতি জানানো হয়েছিল, কৃত্তিম বুদ্ধিমত্তার এহেন অপব্যবহারে বচ্চনদের শুধু আর্থিক ক্ষতিই হয়নি, পাশাপাশি তাঁদের মান-মর্যাদাকেও কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে। যা কোনও ব্যক্তির সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকারকেও প্রভাবিত করে। তাছাড়া বিনা অনুমতিতে কোনও বিজ্ঞাপনী ছবি-ভিডিওতে তারকামুখ ব্যবহার করা হলে ক্রেতারাও বিভ্রান্তির শিকার হতে পারেন। এবং কৃত্তিম বুদ্ধিমত্তার এহেন কারসাজিতে তারকাদের ব্যক্তি অধিকার লঙ্ঘন করা হয় বলেও জানিয়েছিল কোর্ট। এবার সেই মর্মেই ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ তুলে গুগলের কাছ থেকে ৪ কোটি টাকা চেয়েছেন ঐশ্বর্য-অভিষেক।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com