রাশিয়ার রাতের ড্রোন হামলায় ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমিতে একই পরিবারের চার জন নিহত হয়েছে। মঙ্গলবার ইউক্রেন এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের সুমি অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেগ গ্রিগোরভ সামাজিক যোগাযোগ প্লাটফর্ম টেলিগ্রামে লিখেছেন, রাশিয়ার বাহিনী ক্রাসনোপিলিয়া সম্প্রদায়ের চেরনেচ্চিনা গ্রামে একটি আবাসিক ভবনে হামলা চালায়।
তিনি আরও লিখেছেন, ‘এই বাড়িতে এক দম্পতি ও তাদের দুটি ছোট শিশু থাকতো। দুর্ভাগ্যবশত তারা সবাই নিহত হয়েছেন।’
গ্রিগোরভ জানান, দমকল কর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে ছয় ও চার বছর বয়সী ছেলে এবং তাদের বাবা-মায়ের লাশ উদ্ধার করেছে।
সুমি অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান আরো বলেন, ‘এটি পুরো সম্প্রদায় এবং অঞ্চলের জন্য একটি ভয়াবহ ও অপূরণীয় ক্ষতি।’
খবর বার্তা সংস্থা এএফপি’র।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা রাতভর ইউক্রেনের ৮১টি ড্রোন ‘আটক ও ধ্বংস’ করেছে।
ভলগোগ্রাদ অঞ্চলের গভর্নর আন্দ্রে বোচারভ বলেন, রুশ সামরিক বাহিনী দক্ষিণাঞ্চলে ইউক্রেনের একটি ‘ব্যাপক’ ড্রোন হামলা প্রতিহত করেছে।
বোচারভ বলেন, ‘প্রাথমিক তথ্যানুযায়ী, কোনো কাঠামোর ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।’
রোববার, ইউক্রেনজুড়ে ১২ ঘণ্টাব্যাপী রাশিয়ার একটি বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে অন্তত চার জন নিহত হয়। নিহতদের মধ্যে একজন ১২ বছর বয়সী একটি মেয়ে ছিল। হামলায় দেশের বিভিন্ন স্থানে বহু মানুষ আহত হয়েছে।
ইউক্রেন জানিয়েছে, সেই রাতে ৫৯৫টি ড্রোন এবং ৪৮টি ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। যার বেশিরভাগই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত করা হয়েছে।
বর্তমানে যুদ্ধ মূলত ইউক্রেনের পূর্বাঞ্চলে চলছে এবং রাশিয়া দেশটির প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে।
২০১৬ সালের পর থেকে সবচেয়ে বড় শরৎকালীন সেনা নিয়োগের ডাক দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com