দিনাজপুরের ঘোড়াঘাটে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলো গরিবের বন্ধু ফাউন্ডেশন এর একদল কিশোর। দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় রাস্তায় ঘুরে বেড়ানো এক পাগল ব্যক্তিকে তারা সুস্থ করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে। গত ২ জুলাই ২০২৫ আনুমানিক দুপুর ১ টার পর থেকে বগুড়া সদর থানার শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ি এলাকার থেকে তিনি নিখোঁজ হয়। নিখোঁজের বিষয় বগুড়া সদর থানায় জিডি করেন তার ভাই শ্রী অর্জুন চন্দ্র দাস। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই ব্যক্তি প্রায় কয়েক মাস ধরে বাজারে বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছিলেন। এলাকাবাসী প্রথমে তাকে পাগল ভেবে এড়িয়ে চললেও একদল কিশোর মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসে। তারা তাকে গোসল করিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করে, নিয়মিত খাবার দেয় এবং স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন করার। কয়েক সপ্তাহের যতœ ও চিকিৎসার পর ওই ব্যক্তি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। পরে তার পরিচয় শনাক্ত করে কিশোররা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও পোস্ট করেন। এই ভিডিও পোষ্টের মাধ্যমে গতকাল রাতে পরিবারের সঙ্গে যোগাযোগ করে। অবশেষে পরিবারের সদস্যরা এসে তাকে বাড়িতে নিয়ে যান।এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই কিশোরদের এ উদ্যোগকে অনুকরণীয় দৃষ্টানত হিসেবে দেখছেন। মানবিক এ কর্মকান্ডের জন্য তারা স্থানীয়দের প্রশংসা হয়েছেন। এই মহৎ কাজের সহযোগিতা করেছেন সংগঠনের মোঃ জয়নাল আবেদিন, মোঃ সাইফুল ইসলাম মোঃ তামিম ইসলাম, মোঃ তাফসিরুল ইসলাম সহ আরও অনেকে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com