ভোলার বোরহানউদ্দিন পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় মানবিক পদক্ষেপ নিয়ে স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছেন। সম্প্রতি তিনি
বোরহানউদ্দিন পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ হানিফের অসহায় পরিবারকে জীবন-জীবিকায় স্বাবলম্বি করতে এগিয়ে আসেন।
বুধবার (২০ আগস্ট) বোরহানউদ্দিন পৌরসভা কর্তৃক গৃহীত ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় দুর্ঘটনায় শারীরিকভাবে অক্ষম হানিফকে একটি ডিম ও মুরগির দোকান করে দেন। নতুন দোকানে ব্রয়লার, সোনালী ও দেশি মুরগির পাশাপাশি তাজা ডিম পাওয়া যাবে। এই দোকানের মাধ্যমে তিনি এখন স্বাবলম্বী জীবন শুরু করতে যাচ্ছেন।
এ উদ্যোগ সম্পর্কে বোরহানউদ্দিন পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান বলেন, আমাদের লক্ষ্য একটি ভিক্ষুকমুক্ত পৌরসভা গড়া। হানিফকে এই দোকান দেওয়ার মাধ্যমে আমরা তাকে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিয়েছি। এখন নাগরিকদের দায়িত্ব তার পাশে দাঁড়ানো এবং তার দোকান থেকে ডিম ও মুরগি ক্রয় করা।
পৌরবাসীর পক্ষ থেকে এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে। স্থানীয়রা বিশ্বাস করেন, এ ধরনের কার্যক্রম সমাজ থেকে ভিক্ষাবৃত্তি দূর করার পাশাপাশি অসহায় মানুষের আত্মমর্যাদা ফিরিয়ে আনবে।