সাভারের সিএন্ডবি এলাকায় আবারো চলন্তবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় প্রায় ২০ টি মতো মোবাইল ফোন ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় ডাকাত দল।
সোমবার রাত সাড়ে সাতটার দিকে রেডিও কলোনি থেকে ৫-৬ জনের ডাকাতদল শুভ যাত্রা পরিবহনে উঠে একটু সামনে গেলেই দেশীয় অস্ত্র ও চাকু ব্যবহার করে সবাইকে ভয় দেখিয়ে প্রায় ২০ টি মতো মোবাইল ফোন ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় তারা।
একপর্যায়ে গাড়িটির ড্রাইভার ভিতরের লাইট বন্ধ করে দিলে সবাই আতংকে পড়ে যায়।গাড়িটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পৌঁছালে গাড়িতে থাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে নিয়ে গেলে ড্রাইভার লাইট বন্ধ করার সঠিক কোন কারন বলতে না পারায় তারা গাড়িটি আটকে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গাড়িতে হেলপারসহ মোট তিনজন ছিলো এর মধ্যে একজন পলাতক। তাই বাকি দুইজনকে ডেইরি গেইট আটক করে রেখেছে যাত্রী ও ছাত্ররা।
বাসে লুট করার পর ঢাকা-আরিচা মহাসড়কের সাভার ক্যান্টনমেন্ট এলাকার মিনি চিড়িয়াখানা এলাকার ফাঁকা জায়গায় নেমে যায় যাত্রীরা।
বাসটি এখন সাভার হাইওয়ে রিজিওন পুলিশ ফাঁড়িতে রয়েছে।