বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
অতিরিক্ত ডিআইজি-পুলিশ সুপারসহ ১৬ জনকে বদলি কাজিপুরে যমুনা অববাহিকার পরিবেশ সংকট ও নিরসন বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত  ভারি বর্ষণে পানি নিষ্কাশনের অভাবে ডুবতে বসেছে বেনাপোল স্থলবন্দর আইন-শৃঙ্খলা বাহিনীকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করতে বললেন প্রধান উপদেষ্টা ঐতিহ্যের আলোকে শিক্ষার্থীদের মেধার প্রকৃত মূল্যায়ন করা হচ্ছে: শিক্ষা উপদেষ্টা  যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম শুরু করার সম্মতি পেয়েছে  ইসি তথ্য উপদেষ্টার সঙ্গে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ সালমান- আনিসুরসহ বন্দিদের যেসব সুবিধা কারাগারে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু  মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ

গাজার হাসপাতালে ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : 10:55 pm, সোমবার, ২৪ মার্চ, ২০২৫

গাজার একটি হাসপাতালে রোববার ইসরাইলি বিমান হামলায় হামাসের রাজনৈতিক ব্যুরোর একজন জ্যেষ্ঠ সদস্য চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন। হামাসের একটি সূত্র বিষয়টি নিশ্চত করেছে। অপরদিকে ইসরাইল বলেছে, তারা একজন ‘শীর্ষ সন্ত্রাসীকে’ লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

গাজা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের সূত্রটি জানিয়েছে, ‘ইসরাইলি সেনাবাহিনী হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইসমাইল বারহুমকে হত্যা করেছে।’

তিনি বলেন, ‘যুদ্ধবিমানগুলো খান ইউনিসের নাসের হাসপাতালের অপারেটিং রুমে বোমা হামলা চালিয়েছে। গত মঙ্গলবার ভোরে খান ইউনিসে বারহুমের বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।’

যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ শেষ হওয়ার পর ইসরাইল পুনরায় গাজায় বিমান হামলা চালানোর পর থেকে বারহুমসহ হামাসের রাজনৈতিক ব্যুরোর চারজন সদস্য নিহত হয়েছেন।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এক বিবৃতিতে বলেছেন, ‘বারহুমকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।’

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গোয়েন্দা তথ্য সংগ্রহের পর ‘সুনির্দিষ্ট অস্ত্র’ দিয়ে হাসপাতালে হামলা করেছে।

তারা জানিয়েছে, ‘তাদের লক্ষ্য ছিল নাসের হাসপাতালের কম্পাউন্ডের ভেতরে সন্ত্রাসী সংগঠন হামাসের একজন গুরুত্বপূর্ণ সদস্য।’

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘ইসরাইলি বাহিনী নাসের মেডিকেল কমপ্লেক্সের ভেতরে সার্জারি ভবন লক্ষ্য করেছে, যেখানে অনেক রোগী ও আহত ব্যক্তি ছিলেন। ঘটনাস্থলে বড় ধরনের আগুনও লেগেছে।’

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় একজন নিহত হয়েছেন এবং আরো অনেকে আহত হয়েছেন, যার মধ্যে কিছু স্বাস্থ্যকর্মীও রয়েছেন। পুরো বিভাগটি খালি করা হয়েছে।

গতকাল রোববার হামাস জানিয়েছিল, আগের দিন খান ইউনিসের কাছে ইসরাইলি বিমান হামলায় তাদের রাজনৈতিক ব্যুরোর একজন জ্যেষ্ঠ সদস্য সালাহ আল-বারদাউইল নিহত হয়েছেন। ৬৫ বছর বয়সী বারদাউইল তার স্ত্রীসহ আল-মাওয়াসির একটি তাঁবুতে নিহত হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com