সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঘাঁটি শুভগাছা গ্ৰামের মৃত পচা বেপারির ছেলে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সোমবার ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৭৫ বছর। মরহুম ৭ কন্যা ও ৩ পুত্র সন্তানের জনক ছিলেন। তিনি বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মহান মুক্তিযুদ্ধে তিনি ভারতে প্রশিক্ষণ শেষে ৭ নং সেক্টরের বিভিন্ন রণাঙ্গনে সম্মুখ সমরে অংশগ্রহণ করেন।
২৪ মার্চ (সোমবার) বাদ জোহর কাজিপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় সম্মাননা “গার্ড অব ওনার” প্রদান করা হয়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক এবং কাজিপুর থানা পুলিশের ওসি নূরে আলম ও পুলিশের চৌকস একটি দল উপস্থিত ছিলেন। মরহুমের সহযোদ্ধাগণ, শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় জনসাধারণ ও মরহুমের পরিবারবর্গ জানাজা নামাজে অংশ গ্ৰহণ করেন। জানাজা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।