বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৫:০১ অপরাহ্ন

আলুর বাম্পার ফলনের আশায় মুন্সীগঞ্জের কৃষকরা

মুন্সীগঞ্জ সংবাদদাতা
  • আপডেট সময় : 12:54 pm, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

জেলার প্রধান অর্থকরী ফসল আলু । দেশের তৃতীয় সর্বোচ্চ আলু উৎপাদনকারী জেলা মুন্সীগঞ্জ। এ বছর চলতি মৌসুমে আলুর বাম্পার ফলনের আশায় দিন গুনছেন জেলার কৃষকরা। 

জানা যায়, গত মৌসুমে লাভের মুখ দেখায় চলতি মৌসুমে আলু চাষে আগ্রহী হয়ে ওঠেন স্থানীয় কৃষক। চলতি মৌসুমে জেলায় ৩৪ হাজার ৭৫৮ হেক্টর জমিতে আলু আবাদ করা হয়, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১০৩ হেক্টর বেশি ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বিপ্লব কুমার মোহন্ত বাসসকে বলেন,  চলতি আলু মৌসুমে জেলায় ৩৪ হাজার ৭৫৮ হেক্টর জমিতে আলু আবাদ হয়।  এর মধ্যে রয়েছে মুন্সীগঞ্জ সদরে ৯ হাজার ৬১০ হেক্টর , টংগীবাড়ীতে ৯ হাজার  ৯৪ হেক্টর, শ্রীনগরে ১ হাজার ৯৫০ হেক্টর, সিরাজদিখানে ৮ হাজার ৯৮৫ হেক্টর, লৌহজেং-এ ৩ হাজার ১১৫ শত হেক্টর এবং গজারিয়ায় ২ হাজার ৪ হেক্টর জমি। ফলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ লাখ ৪৫ হাজার ১৯৫ মেট্রিক টন।

চলতি মৌসুমে ৩৪ হাজার ৬৫৫হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছিল। জেলায় গত মৌসুমে ৩৪ হাজার ৩৫৫ হেক্টর জমিতে আলু চাষ হয়, ফলন হয়েছিল প্রায় ১২ লাখ মেট্রিক টন। 

সদর উপজেলার আমঘাটার কৃষক মোঃ আজমীর হোসেন বাসস’কে বলেন, এ বছর আলু চাষের অনুকূল আবহাওয়া রয়েছে। আগামীতে অবিরাম বৃষ্টি না হলে ফলন ভাল হবে। এখন পর্যন্ত জমিতে কোনো রোগ বালাই নাই। 

তিনি বলেন, এ বছর সাড়ে পাঁচ কানি (সাড়ে চার একর) জমিতে আলু চাষ করেছি। বর্গা জমির মূল্য এবং বীজ আলুর মূল্য বেশি থাকায় আলু আবাদে অনেক খরচ হয়েছে।

এক কানি জমিতে আলু চাষে গত বছর যেখানে খরচ হয়েছিল ৩ লক্ষ টাকা, এ বছর সেখানে খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা। 

আলদি গ্রামের কৃষক কামাল ব্যাপারী আলু চাষে খরচ বেশি হওয়ায় ন্যায্যমূল্য নিয়ে শঙ্কিত। তিনি বলেন, ধার দেনা পরিশোধ করতে জমিতেই আলু বিক্রি করে দিতে হয়।

হিমাগারে আলু রাখা যায় না। জমিতে বাজার মূল্য ভালো না থাকলে পুঁজি শেষ হয়ে যাবে। এ বছর প্রতি মন আলুর উৎপাদন খরচ হয়েছে প্রায় ৭ শত টাকা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বিপ্লব কুমার মোহন্ত বাসসকে জানান, আলু আবাদের জন্য আবহাওয়া অনুকূলে রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে ফলনের লক্ষ্যমাত্রা পূর্ণ হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com