বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন

বিদেশি প্রভাব ও রাশিয়ার নিষেধাজ্ঞা সংক্রান্ত টাস্কফোর্স কমাবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : 12:52 pm, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্রে বিচার বিভাগ বিদেশি স্বার্থের উপর পরিচালিত পুলিশিং কমিয়ে আনছে। বিদেশি সরকারের পক্ষে রাজনীতি এবং নির্বাচনকে প্রভাবিত করার অশুভ চেষ্টাকারী ব্যক্তিদের ফাঁদে ফেলার জন্য ব্যবহৃত আইনের ফৌজদারি প্রয়োগ বন্ধ করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। 

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, বুধবার কর্মীদের কাছে পাঠানো এক স্মারকে মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি প্রকাশ করেছেন, ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট (এফএআরএ) লঙ্ঘনের তদন্তের জন্য নিবেদিত ইউনিট ফরেন ইনফ্লুয়েন্স টাস্ক ফোর্স ভেঙে দিয়েছেন। ইউনিটটির অধীনে এই ধরনের এজেন্টদের মার্কিন কর্তৃপক্ষের সাথে নিবন্ধন করতে হতো।

তিনি বলেন, ‘আরও জরুরি অগ্রাধিকার মোকাবেলায় সম্পদ মুক্ত করার এবং আরও অস্ত্রায়ন ও প্রসিকিউটর সংক্রান্ত বিবেচনার অপব্যবহারের ঝুঁকি বন্ধ করার’ জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বন্ডি এ সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। তবে, তিনি রিপাবলিকান পার্টির ষড়যন্ত্রকারী কট্টর-ডানপন্থীদের পরিসংখ্যান সরকারকে এফএআরএ-এর ক্ষমতা অপব্যবহার করে রাজনৈতিক কর্মীদের অন্যায্যভাবে লক্ষ্যবস্তু করার জন্য অভিযুক্ত করেছেন। 

ডোনাল্ড ট্রাম্পের ২০১৬ সালের প্রচারণা ব্যবস্থাপক পল মানাফোর্ট সেই বছরের মার্কিন নির্বাচনে রাশিয়ার প্রভাবের তদন্তে অভিযুক্ত হয়েছিলেন।

বুধবার, শপথ গ্রহণের দিন, ২০২২ সালে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য শুরু হওয়া বন্ডি টাস্ক ফোর্স ক্লেপ্টোক্যাপচার ভেঙে দেন মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি । 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com