চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা সদরের ফাতেমা জিন্নাহ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ, নবীনবরণ এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য মো. মোরশেদুল আলমের সভাপতিত্বে এই নবীনবরণ এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপির) প্রেসিডেন্ট ও সাবেক যোগাযোগমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপির) প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক।
এতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওসমান আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের দাতা সদস্য ও চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি আলহাজ আইনুল কবির, উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য ইলিয়াস আত্তারী, প্রধান শিক্ষক বিজয় নান্দ বড়ুয়া, মাওলানা মুহসিন কাদেরী প্রমুখ।
এসময় প্রধান অতিথি বলেন, ভারতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্ফালনের রেশ ধরে ছাত্র-জনতার ধানমন্ডির ৩২ নম্বরসহ ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে তা খুব কম হয়েছে। এই বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদের কোন অস্তিত্ব থাকতে দেওয়া যাবে না।
এই জুলুম সরকার যেন বাংলার জমিনে আর না আসে সে ব্যবস্থা করতে হবে। আগামী দিনে এদেশের সরকার হবে শতভাগ গনতান্ত্রিক সরকার।