কুড়িগ্রামে ভ্রাম্যমান আদালত বন্ধ করে দিয়েছে নালিয়ার দোলার চারটি ইট ভাটার কার্যক্রম। গত ৫/২/২০২৫ ইং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ইট ভাটা বন্ধের কার্যক্রম পরিচালনা করেন কুড়িগ্রাম রেভুনিউ ডিসি বদরুজ্জামান রিশাদ। জানাযায়, কুড়িগ্রাম সদর উপজেলার নালিয়ার দোলায় অবস্থিত জিএমবি নামক দুইটি ইট ভাটা,এমএসবি এবং এসএসবি নামক মোট চারটি ইট ভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এর মধ্যে জিএমবি ভাটার মালিক হলেন গোলাম মোস্তফা,এমএসবি ভাটার মালিক জুয়েল ও এসএসবি ভাটার মালিক হলেন শামীমা নাসরিন। ভ্রাম্যমান আদালত চলা কালে রেভিনিউ ডিসি মোঃ বদরুজ্জামান রিশাদ বলেন,আজ চারটি ইট ভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হলো। ভাটা গুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে দেয়া হয়। আর যেন ভাটা চালু করতে না পারে সেই জন্য ভাটার বাস্প ঘরও ভেঙ্গে দেয়া হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম। ভাটা মালিকরা বলেন, আমাদের এই অঞ্চলে তেমন কোন শিল্প কলকারখনা নেই। ইট ভাটায় অনেক শ্রমজীবী মানুষের কর্ম সংস্থাপন হয়। আমরা ইট ভাটা থেকে প্রতিবছর অনেক টাকা কর-ভ্যাট দিয়ে থাকি। ইট ভাটা বন্ধে আমাদের অফুরন্ত ক্ষতি হলো।