বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৫:১১ অপরাহ্ন

কাজিপুরে আওয়ামীলীগের অপতৎপরতার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল 

টি এম কামাল :
  • আপডেট সময় : 10:04 pm, বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের অপতৎপরতার বিরুদ্ধে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায মোটরসাইকেল শোডাউন এবং বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার ও বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সদর, মেঘাই, চালিতাডাঙ্গা, সোনামুখী ও সিমান্ত বাজারে এ শোডাউন ও বিক্ষোভ করা হয়।

এসময় বিএনপির সভাপতি ও দলীয় মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজা বলেন, নিজেদের অপকর্মের কারণে আওয়ামী লীগ জনগণের আস্থা হারিয়েছে। যার জন্য দলটির নেতাকর্মীরা এখন পালিয়ে বেড়াচ্ছে। তবে তারা বিভিন্নভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে ষড়যন্ত্র করছেন। তাদের এই অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিটি নেতাকর্মী সতর্ক অবস্থানে থাকবে। কোনো মূল্যেই স্বৈরাচারদের আর রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হবে না।

অনুষ্ঠিত মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিলে কাজিপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রতন, মিজানুর রহমান বাবলু, সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা, সদস্য সচিব মজিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল রানা, সদস্য সচিব শামীম রেজা রুবেল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল হাসান রিপন, সদস্য সচিব আশিক মাহমুদ, তেকানী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান আলী, সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি দেলা সরকার, সাধারণ সম্পাদক বিপ্লব, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক হায়দার আলী, সদস্য সচিব হাসান আলী সহ উপজেলা পৌরসভা ও ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com