বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন

সুইডেনে স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় নিহত ১০: পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : 3:54 pm, বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

সুইডেনের একটি শিক্ষা কেন্দ্রে একজন বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। দেশটির ইতিহাসে এটা সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলা। তবে এ ঘটনার উদ্দেশ্য সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বুধবার এ তথ্য জানিয়েছে। সুইডেনের স্টকহোম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

পুলিশ এএফপিকে জানায়, হামলাকারীসহ এগারো জন নিহত হয়েছে। সুইডেনের পশ্চিমাঞ্চলে ওরেব্রো শহরে এ হত্যাকাণ্ড ঘটে। 

সুইডেনের প্রধানমন্ত্রী এ হামলাকে দেশের ইতিহাসে সবচেয়ে জঘন্য হত্যাকাণ্ড বলে বর্ণনা করেছেন।

সুইডেনে স্কুলে হামলা তুলনামূলকভাবে বিরল। তবে দেশটিতে গ্যাং সহিংসতার সাথে যুক্ত গুলিবর্ষণ এবং বোমা হামলার ঘটনা ঘটছে, যা প্রতি বছর কয়েক ডজন মানুষকে হত্যা করে।

আহতদের সংখ্যা বা তাদের অবস্থা কতটা গুরুতর সে সম্পর্কে পুলিশ কোনও মন্তব্য করেনি। ওরেব্রো পুলিশ জানিয়েছে, গুলি চালানোর উদ্দেশ্য এখনও জানা যায়নি।

কোনও আদর্শিক উদ্দেশ্য ছাড়াই এ হামলা হয়েছে। তবে অপরাধী একাই এই ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে। 

পুলিশ নিহতদের পরিচয় বা বয়স সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি। এমনকি তারা স্কুলের ছাত্র নাকি শিক্ষক ছিল তাও প্রকাশ করেনি।

যদিও এই ধরনের গুলিবর্ষণের ঘটনা বিরল। সুইডেনে স্কুলে হামলার ঘটনা বিরল হলেও সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে কয়েকটি বড় হামলা ঘটেছে। ২০২২ সালের মার্চে মালমোতে ১৮ বছর বয়সী এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে দুই শিক্ষক নিহত হন। 

দুই মাস আগে, ক্রিস্টিয়ানস্টাডের ছোট শহরটির একটি স্কুলে ছুরি দিয়ে আরেক ছাত্র এবং একজন শিক্ষককে আহত করার পর ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া, ২০১৫ সালের অক্টোবরে ট্রোলহ্যাটান শহরের একটি স্কুলে বর্ণবাদী হামলায় তিনজন নিহত হয়। পরে পুলিশ তরবারিধারী ওই হামলাকারীকে গুলি করে হত্যা করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com