কুড়িগ্রামে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পুষ্টি বাগান স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ের উপর প্রশিক্ষন নিয়ে বাগান স্থাপনের জন্য অধিক আগ্রহ প্রকাশ করছেন কৃষকেরা। সুত্রে জানা গেছে, ছোট-বড় ১৬ টি নদ-নদীর জেলা কুড়িগ্রামে অনেক অনাবাদি পতিত জমি রয়েছে। আবার বসতবাড়ির আঙিনায় অনেক জায়গা খালি পরে থাকলেও বাগান তৈরিতে স্থানীয় কৃষকের তেমন কোন মনোযোগ থাকে না। স্থানীয় কৃষকদের মনোযোগ ফিরিয়ে আনতে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কুড়িগ্রাম সদর উপজেলায় বিআরডিবির হল রুমে দু-দিন ব্যাপি প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষন শেষে ৩০ জন কৃষকের মাঝে পুষ্টি বাগান স্থাপনের জন্য ৪ টি বিনামূল্যে গাছের চারা ও ৪ প্রকার সবজি বীজ এবং এক হাজার টাকা করে সন্মানি ভাতা বিতরণ করা হয়। গত সোমবার ৩ ফেব্রুয়ারি ২০২৫ ইং সদর উপজেলা কৃষি অফিসার নাহিদা আফরিন প্রশিক্ষন প্রাপ্ত কৃষকদের মাঝে আম,লেবু,পেয়ারা ও নিম গাছের চারা এবং ৪ প্রকার সবজি বীজ বিতরণ করেন। কৃষকরা এ সময় বলেন, আমাদের জানার ও বোঝার ভুলের জন্য এত দিন যাবৎ অনাবাদি পতিত জমি ফেলে রেখেছি। আমাদের বসতবাড়ির আঙিনায় অনেক জায়গা অনাবাদি পরেই থাকে। এই সব অনাবাদি জমিতে বিভিন্ন ফলজ,বনজ বৃক্ষের চারা রোপনের মাধ্যমে বাগান তৈরিতে প্রচুর আর্থিক ভাবে লাভবান হতে পারি। বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের মাধ্যমেও অনেক লাভবান হওয়ার বিষয়েটি প্রশিক্ষন গ্রহণের মধ্য দিয়েই জানতে পেলাম।আমরা আর কোন অনাবাদি পতিত জমি ফেলে রাখবো না। কৃষি অফিসার নাহিদা আফরিন বলেন, আমরা অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের মাধ্যমে অনেক বেশি লাভবান হতে পারি। যারা প্রশিক্ষন নিয়েছেন তারা সবাই নিজেরা পুষ্টি বাগান স্থাপন করবেন এবং অন্য সবাইকে বাগান তৈরিতে উৎসাহিত করবেন। এতে করে ব্যাক্তি,জাতি, দেশ উপকৃত হবে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com