২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে নন্দীগ্রাম ইউনিয়নের রণবাঘা বাসস্ট্যান্ড এলাকায় এ লিফলেট বিতরণ করেন নন্দীগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক এলআর, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম ও সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ।
সেসময় ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ অবিলম্বে ৩১ দফা বাস্তবায়নের দাবি জানান।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com