উড়তে থাকা রংপুর রাইডার্সের কাঁধে যেন হারের ভুত চেপে বসেছে। কিছুতেই যেন কিছু হচ্ছে না। প্রথম ৮ ম্যাচ টানা জয়ে প্লে-অফ নিশ্চিত করে ফেরা রংপুর টানা ৪ ম্যাচ হারের পর এখন এলিমিনেটর ম্যাচেও হারের অপেক্ষায়। খুলনা টাইগার্সের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে তিন বিদেশি ক্রিকেটারকে উড়িয়ে এনেও কাজ হলো না দলটির।
মিরপুরে এদিন খুলনা টাইগার্সের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৮৫ রানেই গুঁটিয়ে গেছে নুরুল হাসান সোহানের রংপুর। এমন ছোট পুঁজি নিয়ে এখন কতটা লড়াই জমিয়ে তুলতে পারে রংপুর সেটিই এখন দেখার অপেক্ষা।
এদিন ইনিংসের শুরুতেই ভুল করে বসে রংপুর। ওপেনার সৌম্য সরকার ভুল বোঝাবুঝির শিকার হয়ে রানআউটের ফাঁদে পড়েন। এরপর নাসুম ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে দিশেহারা হয় রংপুরের ব্যাটাররা। ১৫ রানে হারিয়ে বসে ৫ উইকেট। সুবিধা করতে পারেনি দলটির কোনো ব্যাটার। মাঝে অধিনায়ক নুরুল হাসান সোহান উইকেট আগলে রাখার চেষ্টা করলেও সঙ্গ পাননি বাকিদের থেকে।
একটা সময় বাকিদের ব্যর্থতার মিছিলে ২৫ বলে ২৩ রান করে সাজঘরে ফিরেন তিনিও। দলীয় ৫২ রানে নবম উইকেট হারায় রংপুর। পরে শেষ দিকে ব্যাট চালিয়ে দলকে কোনো রকম একটা মানসম্মত পুঁজি পাইয়ে দিয়েছেন আকিফ জাভেদ। শেষদিকে তার ১৮ বলে ৩২ রানের ইনিংসের সুবাদে রংপুরের পুঁজি ৮৫ রান।
খুলনার বোলারদের মধ্যে ৩টি করে উইকেট তুলেছেন মিরাজ ও নাসুম। বাকি একটি করে উইকেট তুলেছেন মোহাম্মদ নওয়াজ ও হাসান মাহমুদ।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com