সম্প্রতি বাংলাদেশে অবৈধ বিদেশি নাগরিকের সংখ্যা বাড়ছে। নানা অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়ছেন তারা। এবার সেই সব বিদেশি নাগরিকদের ব্যাপারে কঠোর হতে যাচ্ছে সরকার। বিদেশি নাগরিকদের ব্যাপারে করণীয় কী হবে সে বিষয়ে টাস্কফোর্স গঠন করেছে অন্তর্বর্তী সরকার।
বাংলাদেশে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিষয়ে করণীয় নির্ধারণে টাস্কফোর্স গঠন করেছে অন্তর্বর্তী সরকার। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপ-সচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
১১ সদস্য বিশিষ্ট এ কমিটির কর্মপরিধি সম্পর্কে প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে গৃহীত কার্যক্রমের সমন্বয় ও পরামর্শ দেবে এ কমিটি।
গঠিত কমিটি এ সংক্রান্ত বিষয়ের ওপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেবে এবং প্রয়োজনে সুপারিশ প্রণয়ন করতে পারবে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com