সিরাজগঞ্জের কাজিপুরে সোনামুখী ও ঢেকুরিয়া পাইকারি বাজারে রোববার সারাদিন সবজি বিক্রি হয়েছে কেজি ৫ থেকে ৩০ টাকা দরে। সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, বাজারে সবজির সরবরাহ বৃদ্ধি পেয়েছে ফলে দাম কমেছে সবজির। এতে করে স্বস্তি বিরাজ করছে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের মনে।
রোববার (২ ফেব্রুয়ারি) বাজার পরিদর্শনে দেখা যায়, আলু বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা কেজিতে, টমেটো ১০-১৫ কেজি, বেগুন বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা কেজি, গাজর বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা কেজি, সিম বিক্রি হচ্ছে ১০-১৫ টাকা কেজি, বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ৩-৫ টাকা কেজি ও পিচ হিসেবে, মুলা বিক্রি হচ্ছে ৩-৫ টাকা কেজি, পালংশাক ১০-১৫ টাকা কেজি, মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা কেজি, লাউ প্রতি পিস ৩৫-৪০ টাকা, কাঁচা মরিচ ২৫-৩০ টাকা কেজি।
কৃষকরা জানিয়েছেন, প্রচুর পরিমাণে সবজি উৎপাদন হয়েছে ফলে সংরক্ষণ করতে গিয়ে কীটনাশক স্প্রে করতে হচ্ছে সবজিতে। এতে করে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। তবে, কিছুদিন পর সবজির উৎপাদন কম হলে দাম বাড়বে, তখন লাভবান হওয়ার আশা করছেন তারা।
কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম জানান, এবার কাজিপুরে ৮শ'৫০ হেক্টর জমিতে সবজির আবাদ করা হয়েছে। বাম্পার ফলন হয়েছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com