বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বহুমুখী সংকটের মধ্যেও জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারাবদ্ধ : নাহিদ শেখ হাসিনা ও ফ্যাসিবাদী দলের নেতাদের সম্পত্তিতে হামলা না করতে প্রধান উপদেষ্টার আহ্বান দেশবাসীর প্রতি জামায়াত আমিরের আহ্বান কুদালিছড়া-ডুপাবিল খাল খননে অনিয়মের অভিযোগ দায়ের-জেলা প্রশাসক হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীর দুই বাড়ি ও ১১ নৌযানে আগুন আলুর বাম্পার ফলনের আশায় মুন্সীগঞ্জের কৃষকরা অভিনেত্রী সোহানা সাবা আটক বিদেশি প্রভাব ও রাশিয়ার নিষেধাজ্ঞা সংক্রান্ত টাস্কফোর্স কমাবে যুক্তরাষ্ট্র লেবাননে হিজবুল্লাহর একাধিক স্থাপনায় ইসরাইলের হামলা দেশের চলমান পরিস্থিতি নিয়ে যা বলল বিএনপি

উৎসব মুখর পরিবেশে নাটোরে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পূজা

নাটোর সংবাদদাতা
  • আপডেট সময় : 3:36 pm, সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

জেলায় উৎসব মুখর পরিবেশে আজ অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পূজা। শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও অন্তত একশ’ মণ্ডপে পূজা আয়োজন করা হয়েছে।

শুক্লা পঞ্চমীর অমিয় লগ্নে দেবী সরস্বতীকে বরণ করে আসনে প্রতিষ্ঠা করা হয়। সকাল থেকে স্কুল কলেজ গুলোতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পুজা মন্ডপগুলো। 

শিক্ষার্থীরা তাদের মনের সকল তমসা দূর করে বিদ্যা দানের জন্য দেবীর কাছে অঞ্জলী প্রদানে ব্যস্ত। তাদের বিদ্যাদাত্রীর কাছে প্রার্থনা, তারা যেন তাদের লেখাপড়া ভালোভাবে চালিয়ে নিতে পারে, সবার যেন মঙ্গল হয়। 

শিক্ষার্থীদের পাশাপাশি পূজায় অংশ গ্রহণ করছেন সনাতন ধর্মাবলম্বীরা। অনেক বাড়িতেও এ পূজার আয়োজন করা হয়েছে। পূজা মন্ডপগুলোতে সাজসজ্জা ও আলোকসজ্জা করা হয়েছে। পূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে ভক্তিমুলক গান, প্রসাদ বিতরণ, সন্ধ্যা আরতি সহ নানা আয়োজন।

নাটোরের নববিধান উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান গোবিন্দ সরকার জানান, সরস্বতী দেবীকে বিদ্যার দেবী হিসেবে আরাধনা করা হয়। এই পূজা করা হয় যাতে বিদ্যালয়ের মঙ্গল কামনার্থে। যাতে শিক্ষার্থীরা ভালোভাবে লেখাপড়া করতে পারে। বিদ্যালয়ের উত্তোরোত্তর উন্নতি হয়। এ বছর উৎসব মুখর পরিবেশে এই পূজা উদযাপন করা হচ্ছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি এ্যাড. খগেন্দ্র নাথ রায় জানান, উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীসহ সকলে সরস্বতী পূজায় অংশগ্রহন করছেন। জেলায় এ বছর শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন মণ্ডপে অন্তত একশ পূজা আয়োজন করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন জানান, আনন্দ মুখর পরিবেশে পূজা আয়োজনে গোয়েন্দা নজরদারীসহ কার্যকর সকল পদক্ষেপ গ্রহন করা হয়েছে। সরস্বতী পূজা সম্পন্ন করতে আমরা সজাগ দৃষ্টি রেখেছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com