জেলার সোনাগাজীতে আজ সকালে মালবাহী কাভার্ডভ্যান ও যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। চালকসহ গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। নিহতের নাম নিজাম উদ্দিন। উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর পুরাতন রাস্তার মোড় এলাকায় সোনাগাজী-ফেনী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে সোনাগাজী-ফেনী সড়কের লক্ষীপুর পুরাতন রাস্তার মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী নিজাম উদ্দিন নিহত হন। চালকসহ সিএনজি’র অপর তিন যাত্রী গুরুতর আহত হন। পুলিশ ও স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। দূর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানটি সড়কের পাশে ছিটকে পড়লেও সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।
সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত নিজাম উদ্দিনের মৃতদেহ ২৫০শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com