মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রেস্ট হাউজে হানা দিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ ৯ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১শে জানুয়ারি) রাতে গোপন সুত্রের বরাতে খবর পেয়ে শ্রীমঙ্গল থানার এসআই দেলোয়ার হোসেন, এএসআই মো. আনোয়ার হোসেনসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে শ্রীমঙ্গল পৌর এলাকার ভানুগাছ সড়কস্থ লন্ডন রেস্ট হাউজ নামের একটি রেস্ট হাউজের ২য় তলার একটি কক্ষে জুয়ার আসর বসার খবর পেয়ে ওখান থেকে ৯ জুয়াড়ীকে গ্রেপ্তার করেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, শরীয়তপুর জেলার জাজিরা বড়কান্দি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জহিরুল ইসলাম (৩২), শরীয়তপুর গোসাইরহাটের চড় মাইজারী গ্রামের সাসির সরকারের ছেলে মাহিন সরকার (৩০), কামরাঙ্গীরচর হাসাননগরের আবুল হোসেনের ছেলে মো. সেলিম (৩২), শ্রীমঙ্গল সুইনগইড় গ্রামের লেদু মিয়ার ছেলে আবির আল আজাদ (৩০), শরীয়তপুরস সখীপুরের সরকারকান্দি গ্রামের আক্কাছ সর্দারের ছেলে মো. আজিজুল হাকিম (৩২), শরীয়তপুরের জাজিরা মালাকান্দি গ্রামের আমজাদ মালের ছেলে সুজন মাল (৩১), হবিগঞ্জ জেলার সুলতানসির উস্তার মিয়ার ছেলে রিপন মিয়া (৩০), কামরাঙ্গীরচরের রসুলপুরের সুবেদার সর্দারের ছেলে মো. মিজান (৩২), মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগরের ইরা মিয়ার ছেলে মাজ্জু মিয়া (৫০) কে আটক করে পুলিশ।
এসময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৬৯ হাজার ৫০০টাকা উদ্ধার করে পুলিশ। শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার জুয়াড়ী। তাদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় জুয়া খেলা আইনে নিয়মিত মামলা দায়েরের পর শনিবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com