দেশের বিশিষ্ট জিন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী বলেছেন, ধান বেগুন ঢেরস ও গমকে পঞ্চব্রীহি জাতের ধানে রূপান্তর করেছি। অন্যান্য ফসলকে পঞ্চব্রীহি করতে না পারলেও তৃব্রীহি ও চতুব্রীহি করার কাজে আমরা নিয়োজিত রয়েছি।
বুধবার (২৯শে জানুয়ারি) মৌলভীবাজার জেলার রাজরনগর উপজেলার রক্তা এলাকার কাউয়াদিঘী হাওরে বৃক্ষ রোপণ অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
জেলার কুলাউড়া উপজেলার বাসিন্দা ডক্টর আবেদ পঞ্চব্রীহি বুঝাতে গিয়ে বলেন, পঞ্চব্রীহি যে প্রগ্রেসটা হয়েছে, এটা পূর্ণতা লাভ করেছে এভাবে যে, আমরা ১শ’র অধিক ‘পেরাইটি’ তৈরি করেছি, যাতে অনেক বেশি বেড়ে যায়। সেই টের’র ভেরাইটি তৈরি করেছি। তো সব কিছু এখনো আমার গ্রামে রিচার্জ ল্যাবেলে রয়ে গেছে। এটাকে আমরা সারাদেশে ছড়িয়ে দেবো। সেই আয়োজনটি আমরা করছি, যাতে বীজ অনেক বেশি বৃদ্ধি হয়। তিনি বলেন, বীজগুলোর আলাদা ‘এগ্রসি’ রয়েছে। এটার পরিচর্চা লাগবে। এটা সম্পূর্ণ নতুন একটা ‘এগ্রসি’। ডক্টর আবেদ বলেন, সেজন্য এটা ৮৭টা গ্রামে ছড়িয়ে দিতে যে অর্থ ব্যয় হবে, এটা আমি ‘রেইস’ করার চেষ্ঠা করছি। একটা প্রাইভেট মডেলে সরকারের কোন সহযোগীতা না নিয়ে যাতে করা যায়,সেই চেষ্ঠায় আমি নিয়োজিত রয়েছি।
কাউয়াদিঘী হাওর রক্ষা আন্দোলন’র আহবায়ক আ,স,ম সালেহ সোহল’র সভাপতিত্বে সদস্য সচিব এম খছরু চৌধুরী’র সঞ্চালনায় অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী এমএ আহাদ, মৌলানা মুফাজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজ’র অধ্যক্ষ তোফায়েল আহমদ, আবেদ চৌদুরী’র গবেষনা কর্মকর্তা তাহমিদ আনাম চৌধুরী, কৃষি উদ্যেক্তা সায়মন রূম্পা, বাসদ নেতা বদরুল হোসেন, আলমগীর হোসেন, মোঃ মোকাম্মিল হক,মোঃ আবুল হাসনাত, বিপ্লব ধর প্রমূখ।
ড. আবেদ চৌধুরী আরও বলেন, আমার আবিস্কারের এ পঞ্চব্রীহি বীজ মাঠে এসে গেছে। আমার নিজ এলাকা কুলাউড়া উপজেলা থেকে ছড়িয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘যেটাকে রেডিয়েটিং এওয়ে’ বলছি, আমার এলাকা থেকে পাশের গ্রামে যাবে। পরবর্তীকালে এসব গ্রামের সংখ্যাগুলো আরও বেড়ে যাবে। বৃহত্তর কুলাউড়াকে টার্গেট করে আমরা কাজ করছি। তিনি কিভাবে বীজকে পঞ্চব্রীহি’র ফর্মুলায় আনলেন এক প্রশ্নের জবাবে ড. আবেদ বলেন, অসংখ্য ধানের মধ্যে যে ধানগুলো কাটার পর বেড়ে উঠে বা ‘ট্রেট্রিলারিং’ হয়, যেটা ‘বান’ সেই ধরণের কয়েক’শ ধানকে আমরা সনাক্ত করেছি। তারপর একটাকে অন্যটার সাথে ক্রস করেছি। এটার মধ্যে আমাদেরও দেশীয় ধান রয়েছে। ‘হাই এল্ডিং ভেরাইটি’ রয়েছে। মাঠে লাগানো হাইব্রিড সেগুলো রয়েছে। তিনি বলেন, সেগুলোর সাথে ক্রমাগত সংক্রয়ায়ন এবং সিলেকশান যেটাকে বলে ক্রসিং এন্ড সিলেকশন আমরা এগুলোকে ‘মাল্টিহারবাস’ বা পঞ্চব্রীহি করে দিয়েছি। পরিশেষে ধান, ঢেরস, বেগুন ও গমকে হঞ্চব্রীহি করতে পেরেছি।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com