বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন

আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকবে ছাত্রশিবির

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : 4:01 pm, শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ শুক্রবার ‘জুলাই গণহত্যার বিচারের দাবিতে গণমিছিল’ শেষে এই দাবি জানান শিবিরের নেতাকর্মীরা।

জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে শাহবাগ আসে ইসলামী ছাত্রশিবির। মিছিলে নেতৃত্ব দেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ৬ মাস পেরিয়ে গেলেও এখও পর্যন্ত আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে দেখেনি। অনতিবিলম্বে এই ফ্যাসিবাদের বিচার কার্যকর করে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। কিছু রাজনৈতিক দল ফ্যাসিবাদের বিচারের দাবিতে সরব না থেকে তারা বাসস্ট্যান্ড, টেম্পুস্ট্যান্ডে চাঁদাবাজিতে জড়িয়ে গেছে।

আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করার পর্যন্ত ছাত্রসমাজকে নিয়ে ইসলামী ছাত্রশিবির মাঠে থাকবে জানিয়ে ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ বলেন, আমরা ভেবেছিলাম অচিরেই আওয়ামী লীগের হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হবে।
কিন্তু দেখছি তাদের এখনও গ্রেপ্তার করা হয়নি। ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা এখনো আমাদের ভাইদের হত্যা করছে। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

এ সময় শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি এস এম ফরহাদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com