মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে দন্ডপ্রাপ্ত পলাতক এক আসামি গ্রেপ্তার হয়েছে।
বৃহস্পতিবার (৩০শে জানুয়ারি) শ্রীমঙ্গল থানার এএসআই মো. শরাফত আলীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের কুঞ্জবন গ্রাম থেকে জিআর-৬৬/১৬ (শ্রীঃ) এর ওয়ারেন্টভূক্ত এক বছরের সশ্রম কারাদন্ড অনাদায়ে ১০ হাজার টাকা অর্থদন্ড আরও ৩ মাসের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি উজ্জল মিয়াকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত উজ্জল মিয়া সিন্দুরখাঁন ইউনিয়নের কুঞ্জবন গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ এর ছেলে।
শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com