কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ‘জরুরি ভিত্তিতে’ সিরিয়ায় অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন। গতকাল বৃহস্পতিবার দেশটির নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠকে কাতারের আমির এমন মন্তব্য করেছেন। কাতারের একটি আদালত একথা জানিয়েছে।
দোহা থেকে এএফপি এই খবর জানিয়েছে।
কাতারের আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে, দামেস্ক সফরকালে কাতারের আমির ‘দেশটির স্থিতিশীলতা বজায় রাখা এবং পুনর্গঠন, উন্নয়ন এবং সমৃদ্ধির স্বার্থের’ সকল দল ও মতের প্রতিনিধিদের সমন্বয়ে বিস্তৃত পরিসরে জরুরি ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের ওপর জোর দিয়েছেন।’
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com