স্কোর- ইংল্যান্ড: ১৭১-৯ (ডাকেট ৫১, লিভিংস্টোন ৪৩, বরুণ চক্রবর্তী ৫-২৪)
ভারত: ১৪৫-৯ (হার্দিক ৪০, অভিষেক ২৪)
ইংল্যান্ড ২৬ রানে জয়ী।
নিজেদের স্পিন অস্ত্রে নিজেরাই কাবু। গত কয়েক মাসে বেশ কয়েকবার এই কথাগুলি লিখতে হয়েছে টিম ইন্ডিয়ার জন্য। তবে সেটা ছিল টেস্ট ফরম্যাটে। এবার টি-টোয়েন্টিতেও একই হতাশার পুনরাবৃত্তি। রাজকোটে নিজেদের পাতা স্পিনের ফাঁদে ফেঁসে গেল টিম ইন্ডিয়া। তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ২৬ রানে হারতে হল ভারতকে।
রাজকোটেও টস জিতেছিল ভারত। আবারও আগে বোলিংয়ের সিদ্ধান্ত। পরিকল্পনা ছিল আগের দুই ম্যাচের মতো কম রানে ইংল্যান্ডকে আটকে দিয়ে সহজে জয়ের লক্ষ্যে পৌঁছে যাওয়া। কিন্তু রাজকোটে তেমনটা হল না। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তুলে ফেলল ৯ উইকেটে ১৭১ রান। ইনিংসের শুরুতে ডাকেটের ৫১, লিভিংস্টোনের ২৪ বলে ৪৩ এবং শেষ উইকেটের জুটিতে রশিদ এবং উডের ব্যাটিং খানিক ম্লান করে দিল বরুণ চক্রবর্তীর পাঁচ উইকেটকেও। দীর্ঘদিন বাদে জাতীয় দলে ফেরা মহম্মদ শামিকে নির্ধারিত চার ওভারও বল করালেন না অধিনায়ক সূর্যকুমার যাদব। ৩ ওভারে বিনা উইকেটে শামি দিলেন ২৫ রান।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com