বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন

আরো সাতটি ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি

বাসস
  • আপডেট সময় : 12:33 pm, বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

আরো সাতটি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি বাতিল করে নতুন অ্যাডহক কমিটির ঘোষণা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
ক্রীড়াঙ্গনে সংস্কারের অংশ হিসেবে গত ১৫ নভেম্বর ৯টি ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন করেছিল সরকার। দুই মাস ১৪ দিন পর আজ আরও সাতটি ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো: আমিনুল ইসলাম স্বাক্ষরিত একাধিক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ঠ ফেডারেশনের বিদ্যমান কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী ভেঙে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

ফেডারেশনগুলো হলো সুইমিং, টেবিল টেনিস, ভলিবল, কারাতে, ভারোত্তোলোন, শরীর গঠন ও ফেন্সিং।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি হিসেবে যথারীতি রয়েছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক করা হয়েছে সাবেক খেলোয়াড় ও সংঠক মো: মাহবুবুর রহমান শাহীনকে।

টেবিল টেনিসে সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে মাইক্রো ফাইবার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমএইচ জামান ও সাবেক খেলোয়াড়, সংগঠক ও ট্রেইনার এএম মাকসুদ আহমেদ।  

অন্যান্য ফেডারেশনগুলোতে রয়েছেন :

বাংলাদেশ ভলিবল ফেডারেশন : সভাপতি- ফারুক হাসান (জায়ান্ট গ্রুপের পরিচালক), সাধারণ সম্পাদক- বিমল ঘোষ বুলু (জাতীয় ভলিবল দলের সাবেক অধিনায়ক)
বাংলাদেশ কারাতে ফেডারেশন : সভাপতি- সাহজাদা আলম (শিল্পপতি, এশিয়াটিক কটন মিল ও রিফাইনারিম সাবেক খেলোয়াড় ও পৃষ্ঠপোষক), সাধারণ সম্পাদক- মো: মোয়াজ্জেম হোসেন (জাতীয় ও আন্তর্জাতিক পদকপ্রাপ্ত সাবেক খেলোয়াড়, সংগঠক ও কোচ)

শরীর গঠন ফেডারেশন : সভাপতি- মো: মোস্তফা কামাল (অতিরিক্ত আইজিপি), সাধারণ সম্পাদক- ড: এম কামরুজ্জামানা (সাবেক খেলোয়াড়)

ভারোত্তোলন ফেডারেশন : সভাপতি- উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ (অব:) (সাবেক জাতীয় খেলোয়াড়, প্রশিক্ষক ও সংগঠক), সাধারণ সম্পাদক- লে: কর্ণেল মো: শহীদুল ইসলাম চৌধুরী (সাবেক জাতীয় খেলোয়াড়, কোচ, সংগঠক)

ফেন্সিং ফেডারেশন : সভাপতি- বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক- বসুনিয়া এম আশিকুল ইসলাম (পৃষ্ঠপোষক)

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com