"সঠিক তথ্য জানি এবং নাগরিক অধিকার মেনে চলি'' এই শিরোনামে মঙ্গলবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থা ও তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) আওতায় রংপুরের কাউনিয়া উপজেলার তথ্য কেন্দ্রের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এদিন সকালে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজিব গ্রামে কাউনিয়া উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মোছাঃ আকতার জাহান এর সার্বিক তত্ত্বাবধান এবং সঞ্চলনায় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ তানিয়া আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সাহিদুল ইসলাম প্রমূখ।
উঠান বৈঠকে বক্তাগন বাল্যবিয়ে, মাদক, গুজব, শিক্ষা, অধিক জনসংখ্যার অসুবিধা, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, প্রসূতি মায়ের পরিচর্যা, যুব ট্রেনিং, যুব ঋণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
উল্লেখ, কাউনিয়া উপজেলা উপজেলা তথ্য সেবা কেন্দ্রে সরকার কর্তৃক নারীদের উন্নয়নে সরকার কর্তৃক প্রদত্ত সকল ভাতা ও সহায়তার আবেদন (মা ও শিশু সহায়তা ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিডি, ক্ষুদ্রঋণ, টিন, আশ্রায়ণের ঘর, নলকূপ ও স্যানিটারি ল্যাট্রিন প্রাপ্তির আবেদন করা সহ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, শিক্ষা বৃত্তি, প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভাতা, বিভিন্ন প্রশিক্ষণ, চাকুরী ইত্যাদির আবেদন প্রেরণসহ ই-লার্নিং সেবা, পাবলিক পরীক্ষার ফলাফল অবহিতকরণ; ই-মেইল, ম্যাসেঞ্জার, ভাইবার, স্কাইপি'র সাহায্যে সেবাগ্রহীতার চাহিদা অনুযায়ী সরকারি বিভিন্ন সেবাপ্রদানকারী কর্মকর্তার সাথে যোগাযোগে সহায়তাকরণ। উঠান বৈঠকে নারী নির্যাতন দমন, বাল্যবিবাহ, ইভটিজিং, ফতোয়া, বিভিন্ন কুসংস্কার এবং নারীদের জীবন ও জীবিকা সম্বন্ধে সচেতনতা বৃদ্ধিকরণ;
নির্যাতনের স্বীকার নারীদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার, পুলিশ স্টেশন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সাথে যোগাযোগ স্থাপনে সহায়তকরণ;
মহিলাদের ডায়াবেটিস, রক্তচাপ, ওজন, উচ্চতা, তাপমাত্রা, রক্তে অক্সিজেনের পরিমাণ পরীক্ষাসহ ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের এককালীন অনুদানের আবেদন প্রেরণ ও ভ্যাকসিনের নিবন্ধনসহ বিভিন্ন সেবা দিয়ে আসছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com