বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন

আমলাদের প্রতি হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : 8:33 pm, শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

দলীয় পরিচয়ে যেসব আমলা দেশ চালাচ্ছেন তাদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেছেন, দলীয় পরিচয়ে প্রশাসন চালালে তাদের পরিণতি ফ্যাসিস্ট সরকারের আমলাদের মতো হবে।

শনিবার (২৫ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ায় জাসদ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘রাজনীতি করতে চাইলে পদত্যাগ করুন। দলীয় পরিচয়ে প্রশাসন যদি চালান তাহলে শহীদের রক্তের প্রতি বেঈমানি করা হবে।
যারা দলীয় পরিচয়ে প্রশাসন চালাবেন তারাও ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন।’

বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রয়াত হোসাইন আহমেদ তফছিরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাব মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির পর্যবেক্ষক সদস্য রুকুনুজ্জামান রুকন, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাঈনুল ইসলাম শামীম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com