জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগের ১৫ বছরে দুই কোটি ভুয়া ভোটার তালিকাভুক্ত করা হয়েছে। বর্তমান নির্বাচন কমিশন সেই ভোটার তালিকা হালনাগাদ করছে। এই জোড়াতালির ভোটার তালিকা দিয়ে আগামী নির্বাচন সুষ্ঠু হবে না। নতুন করে ভোটার তালিকা করে ফ্রি ফেয়ার ইলেকশন দিতে হবে।
নতুন করে ফ্যাসিবাদী শাসন দেখার জন্য মানুষ জীবন দেয়নি।
শনিবার (২৫ জানুয়ারি ) সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে নিমগাছী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, দেশজুড়ে একটা আওয়াজ উঠেছে, সব দল দেখা শেষ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ। জামায়াত ক্ষমতায় গেলে নারীরা সম্মানিত হবে।
অমুসলিমরা সবচেয়ে ভাল থাকবে। ইসলামী সরকার তাদের জানমালের নিরাপত্তা দেবে।
রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমির আলী মূর্তজার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরো বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. মাওলানা আব্দুস সামাদ, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম, সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, তাড়াশ উপজেলা জামায়াতের আমির গোলাম সাকলায়েন, সলংগা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. এম মনসুর আলী ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ বি এম আব্দুস সাত্তার প্রমুখ।