ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলাধীন সোহাগী ইউনিয়নের ভালুকবেড় ও মমরোজপুর গ্রামের মধ্যবর্তী স্থানে ডয়কা নদীর উপরে নির্মিত প্রায় ৩০ মিটার দৈর্ঘ্যের বাঁশের সাঁকোটি ভেঙে ফেলায় বিপাকে পরেছেন এই অঞ্চলের অন্তত ১০ টি গ্রামের হাজারো মানুষ। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে বেকু (এক্সকেভেটর) মেশিন দ্বারা নদী খননের সময় বাঁশের এই সাঁকোটি ভেঙে ফেলা হয়।
ভালুকবেড় পশ্চিমপাড়ার বাসিন্দা মো. সাইফুল ইসলাম বলেন, "এলাকার লোকজনের কাছ থেকে চাঁদা তুলে স্বেচ্ছাশ্রমে সাঁকোটি নির্মাণ করা হয়েছিলো। এই সাঁকোটি ব্যবহার করে ভালুকবেড়, বড়ইবাড়ি, টেঙ্গাপাড়া, ভালুকাপুর, জিগাতলা, সোহাগী পাড়া, মমরোজপুর, বৃ-কাঁঠালিয়া ও বগাপুতা সহ অন্তত ১০-১২টি গ্রামের মানুষ যাতায়াত করে। বিশেষ করে প্রতিদিন শত শত ছাত্র-ছাত্রী এই পথে স্কুল-কলেজে যাওয়া-আসা করে। সাঁকোটি ভেঙে ফেলায় আমাদের এখন কয়েক কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে চলাচল করতে হবে। কর্তৃপক্ষের কাছে অনুরোধ, খুব দ্রুত এখানে যেন একটি ব্রিজ নির্মাণ করে দেওয়া হয়।"
এই পথে নিয়মিত চলাচলকারী ভালুকাপুর গ্রামের বাসিন্দা রাজন কর বলেন, "আমরা খুব বিপদে আছি। ব্রিজ নির্মাণ করতে যেহেতু বেশ সময়ের প্রয়োজন, তাই দ্রুত এখানে একটি কাঠের সাঁকো তৈরি করে দেওয়া হলে আপাতত কোনোমতে চলাচল করতে পারবো।"
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com