ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরশাদুল আহমেদের সরকারি মোবাইল নম্বর ক্লোন এবং হোয়াটসঅ্যাপ ও ফেসবুক আইডি হ্যাক করে টাকা দাবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার হ্যাকার চক্রটি স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধিসহ ইউএনও-র পরিচিত বিভিন্ন ব্যক্তির কাছে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং মোবাইল নম্বরে খুদে বার্তা (মেসেজ) পাঠিয়ে টাকা দাবি করে। বিষয়টি জানতে পেরে ইউএনও তার অফিসিয়াল ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করে সকলকে সতর্ক করেন এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ইউএনও মো. এরশাদুল আহমেদ জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা তার অফিসিয়াল মোবাইল নম্বরটি ক্লোন করে বৃহস্পতিবার দুপুর থেকে বিভিন্ন লোকের কাছে ইউএনও-র পরিচয়ে টাকা দাবি করে। যাদের মোবাইলে বার্তা পাঠিয়ে টাকা চাওয়া হয়েছে, তাদের অনেকেই তাকে টাকা চাওয়ার বিষয়টি অবগত করেন। পরে তিনি তাৎক্ষণিকভাবে ফেসবুকে একটি সতর্কতামূলক পোস্ট দিয়ে থানায় জিডি করেন।
ঈশ্বরগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও শান টেলিকমের স্বত্বাধিকারী আতিকুর রাজ্জাক ভূঁইয়া (হিরা) বলেন, “আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে ইউএনও মহোদয়ের সরকারি নাম্বার থেকে ১৫০০০ (পনেরো হাজার) টাকা দাবি করে মেসেজ আসে। এই চক্রকে আইনের আওতায় আনার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি।”
এই ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, বিষয়টিকে গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। প্রযুক্তির সহায়তায় অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।