বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বহুমুখী সংকটের মধ্যেও জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারাবদ্ধ : নাহিদ শেখ হাসিনা ও ফ্যাসিবাদী দলের নেতাদের সম্পত্তিতে হামলা না করতে প্রধান উপদেষ্টার আহ্বান দেশবাসীর প্রতি জামায়াত আমিরের আহ্বান কুদালিছড়া-ডুপাবিল খাল খননে অনিয়মের অভিযোগ দায়ের-জেলা প্রশাসক হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীর দুই বাড়ি ও ১১ নৌযানে আগুন আলুর বাম্পার ফলনের আশায় মুন্সীগঞ্জের কৃষকরা অভিনেত্রী সোহানা সাবা আটক বিদেশি প্রভাব ও রাশিয়ার নিষেধাজ্ঞা সংক্রান্ত টাস্কফোর্স কমাবে যুক্তরাষ্ট্র লেবাননে হিজবুল্লাহর একাধিক স্থাপনায় ইসরাইলের হামলা দেশের চলমান পরিস্থিতি নিয়ে যা বলল বিএনপি

ঈশ্বরগঞ্জে ইউএনও’র ফেসবুক ও হোয়াটসঅ্যাপ হ্যাক করে টাকা দাবি

মো. সাখাওয়াত উল্লাহ
  • আপডেট সময় : 9:38 pm, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরশাদুল আহমেদের সরকারি মোবাইল নম্বর ক্লোন এবং হোয়াটসঅ্যাপ ও ফেসবুক আইডি হ্যাক করে টাকা দাবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার হ্যাকার চক্রটি স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধিসহ ইউএনও-র পরিচিত বিভিন্ন ব্যক্তির কাছে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং মোবাইল নম্বরে খুদে বার্তা (মেসেজ) পাঠিয়ে টাকা দাবি করে। বিষয়টি জানতে পেরে ইউএনও তার অফিসিয়াল ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করে সকলকে সতর্ক করেন এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ইউএনও মো. এরশাদুল আহমেদ জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা তার অফিসিয়াল মোবাইল নম্বরটি ক্লোন করে বৃহস্পতিবার দুপুর থেকে বিভিন্ন লোকের কাছে ইউএনও-র পরিচয়ে টাকা দাবি করে। যাদের মোবাইলে বার্তা পাঠিয়ে টাকা চাওয়া হয়েছে, তাদের অনেকেই তাকে টাকা চাওয়ার বিষয়টি অবগত করেন। পরে তিনি তাৎক্ষণিকভাবে ফেসবুকে একটি সতর্কতামূলক পোস্ট দিয়ে থানায় জিডি করেন।

ঈশ্বরগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও শান টেলিকমের স্বত্বাধিকারী আতিকুর রাজ্জাক ভূঁইয়া (হিরা) বলেন, “আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে ইউএনও মহোদয়ের সরকারি নাম্বার থেকে ১৫০০০ (পনেরো হাজার) টাকা দাবি করে মেসেজ আসে। এই  চক্রকে আইনের আওতায় আনার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি।”

এই ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, বিষয়টিকে গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। প্রযুক্তির সহায়তায় অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com