মোবাইলে অ্যাপসের মাধ্যমে বিনিয়োগ ও অধিক মুনাফার লোভ দেখিয়ে প্রতারণার অভিযোগে রাজধানী থেকে দুইব্যক্তিকে ১ হাজার ১৫০টি সিম কার্ডসহ গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।
আজ বৃস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ডেমরার মাতুয়াইলের মোঘলনগর থেকে গ্রেফতারকৃতরা হলেন ব্রাহ্মনবাড়ীয়া জেলার নবীনগর থানার মেরকুটা গ্রামের গোপাল চন্দ্র সেনের ছেলে পাপ্পু কুমার সেন (২৮) ও ভোলা জেলার চর ফ্যাশন থানার আমিনাবাদ গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. কাওসার (২৭)।
তাদের কাছ থেকে অপরাধকর্মে ব্যবহৃত ১ হাজার ১৫০টি সিম কার্ড, একটি হার্ডডিস্ক ও মোবাইল ফোনসহ অন্যান্য আলামত জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা মোবাইল নম্বর দিয়ে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে উক্ত গ্রুপে বিভিন্ন ব্যক্তিদের যুক্ত করে তাদেরকে অধিক মুনাফা দেওয়ার লোভ দেখিয়ে বিনিয়োগ করার প্রস্তাব দেয়।
ভুক্তভোগীরা অধিক মুনাফা লাভের আশায় ফাঁদে পড়ে এবং তাদের তৈরি অ্যাপসে নিজেদের নাম, মোবাইল নম্বর, এনআইডি কার্ডের তথ্য দিয়ে একাউন্ট খুলে সেখানে লাখ-লাখ টাকা বিনিয়োগ করে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com