ঢাকার সাভারের ছায়াবীথিতে কৃতিকে বাঁচাতে অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট করেছে শিল্পীরা। শহীদ মজনু একাডেমি মাঠে আজ সন্ধ্যায় এ চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মো: সালাউদ্দিন বাবু। ঢাকা জেলা যুবদল নেতা লায়ন খোরশেদ আলমের আয়োজনে ও সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাজী মো: বদিউজ্জামান বদি, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ প্রমূখ।
উল্লেখ্য, সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ইংরেজি শিক্ষক ফিরোজী খুরশিদুজ্জামানের ছেলে কৃতি ফিরোজী দির্ঘদিন যাবৎ ব্রেইন ক্যানসারে আক্রান্ত হয়ে বাংলাদেশে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভারতের দিল্লীর একটি হাসপাতালে প্রেরণ করা হয়। কৃতির চিকিৎসার জন্য ৫০ লক্ষ টাকার উপরে খরচ হবে। এ খরচ কৃতির পরিবার বহন করতে অসমর্থ বিধায় তার চিকিৎসার জন্য চ্যারিটি কনসার্টের আয়োজন করে সাভারের সকল শিল্পীরা। লায়ন খোরশেদ আলম কৃতির চিকিৎসার সাহায্যার্থে এগিয়ে এসে কনসার্টের আয়োজন করেন এবং চিকিৎসার অর্থ সংগ্রহে দায়িত্ব গ্রহণ করেন।
চ্যারিটি কনসার্টে সংগীত পরিবেশন করেন ইমন ইসলাম, নীলয়, বোরহান উদ্দিনসহ অন্যান্য শিল্পীরা।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com