তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মশক ও জলবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার কালীবাড়ির রাস্তার পাশের ড্রেন থেকে কোদাল দিয়ে ময়লা তুলে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ইকবাল হোসাইন, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার হাকিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবুল কায়সার তালুকদার সহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ বলেন, “আমাদের লক্ষ্য পরিবেশকে সুন্দর রাখা এবং জনগণের স্বাস্থ্য রক্ষায় সচেতনতা বৃদ্ধি করা। এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে, যাতে আমাদের পৌরসভার বাসিন্দাদের বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষদের জন্য নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা যায়।”