মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় স্বামী আজাদ বক্স (৬২) হাতে স্ত্রী মনোয়ারা বেগম (৩৫) নি-হ-ত হয়েছেন।
রোববার (১২ই জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কমলগঞ্জ দক্ষিণ আলেপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
জানাযায়, রোববার সকালে পারিবারিক কলহের এবং স্ত্রীর পরকীয়ার জেরে আজাদ বক্স তার স্ত্রী মনোয়ারা বেগমকে ওড়না দিয়ে বেঁধে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। হত্যার পরবর্তীতে আজাদ বক্স কমলগঞ্জ থানায় নিজেই আত্মসমর্পণ করেন। আরোও জানা যায় যে মনোয়ারা বেগম আজাদ বক্সের দ্বিতীয় স্ত্রী ছিলেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ ইসতিয়াক আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।