সিরাজগঞ্জে সুবিধাবঞ্চিত বিভিন্ন সম্প্রদায়ের অসহায় ছিন্নমূল শিশুদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও চাদর বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) সকালে স্টিট এডুকেটর, বিশিষ্ট সমাজকর্মী ও মানবাধিকার কর্মী, ম্যানেজিং ওয়ার্কার, সুধা ফাউন্ডেশনের কর্ণধার বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খোকনের উদ্যোগে এবং হেল্থ কেয়ার সেন্টারের সহযোগিতায় সিরাজগঞ্জ ইলামিত্র পাঠশালা হরিজন সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শীতবস্ত্র বিতরণের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ তথা কাজিপুরের কৃতিসন্তান বিশিষ্ট সমাজকর্মী ও মানবাধিকার কর্মী বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম খোকন। এছাড়া গতকাল মাওলানা ভাসানীর বসতভিটায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উল্লেখ্য, যে ইলামিত্র পাঠশালা ও মাদারতেরেসা পাঠাগারটি দীর্ঘদিন ধরে বীরমুক্তিযোদ্ধা সমাজকর্মী ও মানবাধিকার কর্মী রেজাউল করিম খোকনের ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়ে আসছে। এছাড়াও অসহায় পরিবারের শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য সহযোগিতা ও সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে বিভিন্ন ভাবে আর্থিক ও লজিস্টিক সাপোর্ট দিয়ে চলেছেন বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম খোকন। #
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com