সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ -১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজা বলেছেন, ‘আপনাদের (আওয়ামী লীগ) কেমন নেতা, দুঃসময়ে আপনাদের অকূল সাগরে ফেলে সে পালিয়ে বিদেশে যায়! স্বৈরাচার হাসিনা আর দেশের মাটিতে ফিরতে পারবে না। আপনাদের (আওয়ামী লী) সাথে নিয়ে সারাদেশে এই ১৭ বছর যে পরিমাণ সন্ত্রাসী করেছে! জনগণ এখন তাঁকে ঘৃণা করে।’
শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জের কাজিপুরের চালিতাডাঙ্গা ইউনিয়নের হাটশিরা বাজারে অনুষ্ঠিত বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম রেজা বলেন, ’ভোট দিতে না যাওয়ায় এই হাটশিরায় আমার বিএনপির ১২টি পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল জয়-খলিল। থানা ও বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে তারা বলেন এমপির নির্দেশ। পরে বিষয়টি সাংবাদিকদের দ্বারা পেপার পত্রিকায় আনলে পুনরায় সংযোগ দিতে বাধ্য হয় তারা।’ তিনি আরও বলেন, ‘এই হাটশিরাতে বেগম খালেদা জিয়ার জন্মদিনের কেক কাটার আয়োজন করেছিল বিএনপি। কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের আয়োজনে আসতে না দিয়ে উল্টো হামলা করেছিল। আজ কোথায় আপনারা?’
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য দোয়া চেয়ে এ নেতা বলেন, ‘আপনারা সবাই আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে ছেলেকে (তারেক রহমান) সাথে নিয়ে দেশের মাটিতে ফিরে দেশবাসীর সেবা করতে পারে।’
ইউনিয়ন বিএনপির এ জনসভায় সভাপতিত্ব করেন চালিতাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদিন। যুবদল নেতা সোহাগ শেখের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আব্দুস ছালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রতন, মিজানুর রহমান বাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক মুঞ্জুর রশিদ রানা প্রমুখ।