বগুড়ার শেরপুর উপজেলায় ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে ২০২৪ সালে করা রাজনৈতিক মামলায় আব্দুল্লাহ আল মামুন (৩২) নামের নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গাড়িদহ ইউনিয়নের সাধারণ সম্পাদক কে গ্রেপ্তার করেছে পুলিশ। আব্দুল্লাহ আল মামুন কালশিমাটি উত্তর পাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
শুক্রবার (১০ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে গাড়িদহ ইউনিয়নের দশমাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বগুড়ার
শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারের পর তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। #