সিরাজগঞ্জের কামারখন্দে জাল টাকা দিয়ে পান-সিগারেট কেনার সময় এক যুবককে আটক করেছে স্থানীয়রা। তার কাছ থেকে পাঁচটি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে এক যুবক পান-সিগারেট কিনে এক হাজার টাকার নোট দিলে দোকানদার সেটি জাল বলে শনাক্ত করেন। পরে অন্য নোট চাইলে যুবকটি আরও একটি নোট দেন, সেটিও জাল ছিল। এ ঘটনায় স্থানীয়রা সন্দেহভাজন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, যুবকের কাছ থেকে উদ্ধারকৃত জাল নোটসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।