সিরাজগঞ্জে প্রায় এক মাস ধরে নিখোঁজ রয়েছেন সানিউর রহমান সানি (৩৫)। গত বছরের ১৪ ডিসেম্বর শ্বশুরবাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। এ ঘটনায় সানির স্ত্রী সাদিয়া আফরোজ রুপা ১৫ ডিসেম্বর সিরাজগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সানি এনায়েতপুর থানার গোপালপুর গ্রামের আবু রায়হান সরকারের ছেলে।
সানির বাবা আবু রায়হান জানান, সানি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। প্রায় ৯ বছর আগে প্রেমের সম্পর্কের ভিত্তিতে সিরাজগঞ্জ সদরের রায়পুর মহল্লার সুরুজ্জামানের মেয়ে সাদিয়া আফরোজ রুপাকে বিয়ে করেন। বিয়ের পর শুরুতে তারা ঢাকায় বসবাস করলেও গত দুই বছর ধরে শ্বশুরবাড়ি এলাকায় (কওমি জুটমিল সংলগ্ন) থাকছেন। সানির বাড়ির সঙ্গে যোগাযোগ খুব একটা ছিল না।
সানির পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই দাম্পত্য জীবনে অশান্তি ছিল। সানির মা শাহানা খাতুন জানান, পুত্রবধূ রুপার কড়া মেজাজ ও উচ্চাভিলাষী স্বভাবের কারণে তাদের ছেলেকে মানসিক চাপে থাকতে হতো।
নিখোঁজ হওয়ার বিষয়ে সানির স্ত্রী রুপা কোনো পারিবারিক পরামর্শ ছাড়াই থানায় জিডি করেন। পরে বিষয়টি তিনি সানির পরিবারকে জানান। তবে এতদিন পরেও সানির কোনো খোঁজ না মেলায় তার পরিবার দারুণ উদ্বিগ্ন।
সানির মা শাহানা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে কোথায় আছে, তা কেউ জানে না। তাকে ফিরে পাওয়ার জন্য সংশ্লিষ্টদের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।”