ইউক্রেন বিষয়ক বিশেষ দূত কিথ কেলগ বলেছেন, নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে চান। বার্তা সংস্থা তাস এখবর জানায়।
কেলগ ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘তিনি যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধটি শেষ করতে চান। এটি এমন একটি যুদ্ধ যা শেষ হওয়া দরকার এবং আমি মনে করি, তিনি তা করতে পারেন। এই যুদ্ধ শেষ করতে প্রকৃত অবস্থানে পৌঁছানোর তার ক্ষমতার ওপর আমার সত্যিই যথেষ্ট আস্থা আছে।’
মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ ও বিশ্বের জাতীয় নিরাপত্তার জন্য ইউক্রেনের সংঘাতের অবসান গুরুত্বপূর্ণ বলে জোর দেন কেলগ।
রাষ্ট্রদূত আরো বলেন, ‘ট্রাম্প পুতিন বা রাশিয়ানদের কিছু দেওয়ার চেষ্টা করছেন না বরং তিনি ইউক্রেনকে বাঁচাতে ও তাদের সার্বভৌমত্ব রক্ষা করার চেষ্টা করছেন। তিনি নিশ্চিত করবেন যে এটি ন্যায়সঙ্গত এবং ন্যায্য।’
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com