ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৮ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে সাজাপ্রাপ্ত, ওয়ারেন্টভুক্ত এবং মাদক মামলার আসামী রয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার সোহাগী ইউনিয়নের চট্টি গ্রামের মৃত কাজী নূরুল হকের ছেলে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট বহনকারী কাজী মাহাবুবুল হক নাহিন (৩১), ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী পৌর শহরের দত্তপাড়া গ্রামের মৃত চানহর আলীর ছেলে নয়ন মিয়া (৩৭), ওয়ারেন্টভুক্ত আসামী সোহাগী ইউনিয়নের বৃ-কাঠালিয়া গ্রামের শাহেদ আলীর ছেলে হান্নান মিয়া (৪৫), জিগাতলা গ্রামের দুদু মিয়ার স্ত্রী আনিছা আক্তার (৬০) ও ছেলে আবুল কালাম (৩৫), জাটিয়া ইউনিয়নের সুটিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৫) ও আনিস মিয়া (৩০) এবং দানেশ উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৫২)। ০৮ জানুয়ারি বুধবার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।
এছাড়াও একই সাথে পূর্বে গ্রেফতারকৃত সোহাগী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জাহিদুজ্জামান আপন (১৯), বড়হিত ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান লিয়ন (২০) ও মাইজবাগ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক নয়ন (৩৬) -কে ১ দিনের রিমান্ড শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, ময়মনসিংহ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এলাকায় অপরাধ নির্মূলে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়া হবে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com