রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর সভা এলাকার অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল কাউনিয়া থানা, হারাগাছ ভূমি অফিসসহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন। এসময় তিনি হারাগাছ পৌরসভা এলাকায় বসবাসরত অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক, উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ লোকমান হোসেন প্রমূখ।